বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫, ২৫শে পৌষ, ১৪৩১

মদামুদন উচ্চ বিদ্যালয়

নিয়োগ বিজ্ঞপ্তি (২৭/০৪/২০২৪ইং)

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এবং সর্বশেষ পরিমার্জন অনুযায়ী মদামুদন উচ্চ বিদ্যালয়, ডাকঘর-ভগিরথ মাছহাড়ী, উপজেলা-কাউনিয়া, জেলা-রংপুর এর জন্য এমপিওভুক্ত শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক ও সৃষ্টপদে একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ করা হবে। সহকারী প্রধান শিক্ষক পদে বিএডসহ কমপক্ষে স্নাতক পাস। কোন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হতে (মাধ্যমিক স্তর) সহকারী শিক্ষক হিসেবে কমপক্ষে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন গ্রেড-০৮, বেতন স্কেল- ২৩০০০/-৫৫৪৭০/-। পরিচ্ছন্নতাকর্মী পদে বেতন গ্রেড-২০, বেতন স্কেল- ৮২৫০/-২০০১০/- টাকা। শিক্ষাগত যোগাত জেএসসি/জেডিসি সমমান। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। আগ্রহী প্রার্থীগণকে সহকারী প্রধান শিক্ষক পদে ১০০০/- ও পরিচ্ছন্নতাকর্মী পদের ৮০০/- (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট রূপালী ব্যাংক মাহিগঞ্জ শাখা, রংপুর অনুকূলে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১১/০৫/২০২৪ইং তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করতে হবে।